নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলা সদরে পবিত্র রমজান মাসে বাজারের দ্রব্য মূল্য উর্ধগতি নিয়ন্ত্রনে কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে আশাশুনি সদর বাজার বনিক সমিতি সহ সভাপতি নিশান ডেন্টাল কেয়ারের ডাঃ কামরুজ্জামানকে আহবায়ক ও নাসির ফরহাদ, আহসানউল্লাহ, আব্দুস সালাম, আশরাফুল ইসলাম, রইচ উদ্দীন, আজহারুল ইসলাম (মাছ), আজহারুল ইসলাম (ফল) মনিন্দ্রনাথ মন্ডলকে সদস্য করে এক আহবায়ক কমিটি গঠন করা হয়। আশাশুনি সদর বাজার বনিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম বাবু'র স্বাক্ষরিত পত্রে প্রকাশ, এ আহবায়োক কমিটি পবিত্র রমজান মাস উপলক্ষে সদর বাজারের দ্রব্য মূল্য উর্ধগতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করবে। রমজান মাস উপলক্ষে বাজারের কোন দোকানী যদি ভোক্তাধিকার আইন লংঘন করে তবে তার বিরুদ্ধে বনিক সমিতি প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।