
আশাশুনি প্রতিবেদক:
আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, অফিসার্স ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, কবিতা পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মস‚চী শুরু করা হয়।
মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন অফিস আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দূর্নীতি বিরোধী নাটক মঞ্চস্থ করা হয়।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সদর ইউপির সাবেক চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, মৎস্যজীবী সমিতির মহাসচিব মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি রাশেদ সরোয়ার শেলী, মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সংসদ সন্তান কমান্ড, ক্ষেত মজুর, সমিতিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৫ শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এর আগে রাত ১১টা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক র্যালি নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
সকাল ৭টায় প্রভাত ফেরী করা হয়। পরে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দূর্নীতি বিরোধী নাটক করা হয়।
এসকল কর্মসূচীর মধ্য দিয়ে জাতি ৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙ্গালীর বিভিন্ন স্বাধীকার আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে। পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখা ও স্বাধীনতা বিরোধীদের দেশ থেকে নিশ্চিন্ন করার দৃপ্ত শপথ গ্রহণ করে।