আশাশুনি প্রতিবেদক: আাশাশুনিতে উপক‚লীয় ও সামদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় "গধৎরহব ঋরংযবৎরবং জবংড়ঁৎপব ঈড়হংবৎাধরঃরড়হ ্ গধহধমবসবহঃ" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ২৫ জন মৎস্য চাষী অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান ও মেরিন ফিশারিজ অফিসার রতœা সাহা।