জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নের্তৃত্বে উপজেলার চাপড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৫০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়। জনস্বাস্থ্যের বিবেচনায় এসব ক্ষতিকর চিংড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজ্ঞ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয়।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন।

