মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলা হতে মুক্তিযোদ্ধা হিসাবে দাবিদার ব্যক্তিবর্গের আবেদন সমুহ যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। যাচাইকৃত ফলাফলের তালিকা ৮ জুন সোমবার উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়েরনোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলা হতে মোট ৪৪৪ জন ব্যক্তি (অন লাইন) ও ১৫ জন সরাসরি মুক্তিযোদ্ধা দাবিদার হিসাবে আবেদন করেছিলেন। দাবীদার ব্যক্তিদের আবেদন সমুহ (অন-লাইন ও সরসারি দাখিলকৃত আবেদন) নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয়।
যাচাই বাছাই কমিটি যাচাই বাছাই শেষে ফলাফল বা প্রতিবেদন অনুযায়ী ‘ক’ (মঞ্জুর) তালিকায় ১৬৮ জন এবং না মঞ্জুর তালিকায় ১৭৮ ও অভিযুক্ত তালিকায় ১৪ জনের নাম লিপিবদ্ধ করেছেন। এসব তালিকা সোমবার উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শন বা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।