নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে বসতবাড়ির সাথে অটো রাইচ মিল বসিয়ে পরিবেশ দূষণ ও বসবাসে বিঘ্ন সৃষ্টি করার প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবন্ধীকে মারপিট করার অভিযোগে ন্যায় বিচার চেয়ে মামলা করায় উক্ত প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যদের নামে পাল্টা মামলা করা হয়েছে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিবন্ধী পরিবারটি ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
প্রতিবন্ধী দেবব্রত সরকার ও তার ভাই বিজয় সরকারের দেয়া বর্ণনা এবং মামলার বিবরণে জানা যায়, আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের হরিপদ সরকারের পুত্র কার্ত্তিক সরকার একই গ্রামের পরিতোষ সরকারের পুত্র শারীরিক প্রতিবন্ধী দেবব্রত সরকারের বসত ঘরের দেয়ালের সাথে একটি অটো রাইচ মিল বসিয়ে দীর্ঘদিন পরিচালনা করে আসছে। এতে করে মিলের উচ্চ শব্দ ও ধূলাবালিতে স্থানীয়দের বসবাসে বেশ অসুবিধা হয়ে থাকে। তাছাড়া পরিবেশেরও ক্ষতি হচ্ছে। দেবব্রত'র পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিল মালিক পক্ষকে বলা হলেও তারা কোন ব্যবস্থা না নেয়ায় দু'পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২২ ডিসেম্বর'২০ তারিখে প্রতিবন্ধী দেবব্রত পার্শ্ববর্তী কালিদহাকুড় বিলে গরু চরাতে গেলে দুপুর আড়াইটার দিকে কার্ত্তিক সরকার তাকে মারপিট করে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রতিবন্ধী দেবব্রত'র স্ত্রী শংকরী বাদী হয়ে কার্ত্তিক সরকারের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিঃ আমলি ০৮ নং আদালত, সাতক্ষীরায় সিআর ২৮৯/২০ নং মামলা দায়ের করে।
পরবর্তীতে গত ২৮/১২/২০ তারিখে কার্ত্তিক সরকার বাদী হয়ে ঘেরের বেড়িবাঁধ কাটা ও মারপিটের অভিযোগ এনে দেবব্রত সরকার এবং তার ভাই ও বাবার নামে সাতক্ষীরা বিজ্ঞ আমলি ০৮নং আদালতে সিআর ২৯৩/২০ নং পাল্টা মামলা দায়ের করে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে উক্ত প্রতিবন্ধী পরিবারটি। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে জানতে কার্ত্তিক সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই (তার মামলার সাক্ষী) সঞ্জয় সরকার প্রতিবন্ধী দেবব্রত সরকারকে মারপিটের অভিযোগ অস্বীকার করেন এবং তার ভাই কার্ত্তিককেই মারপিট করা হয়েছে বলে জানান। তাছাড়া রাইচ মিলটি পরিবেশের কোন ক্ষতি করে না এবং মিল স্থাপনের সময় স্থানীয়দের সম্মতি নেয়া হয় বলে দাবী করেন।