আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৩০জন ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শীতবস্ত্র বিতরণকালে মাদ্রাসার সার্বিক খোঁজখবর নেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন ও মসজিদের সার্বিক খোঁজখবর নেন এবং সরকারী বরাদ্ধ প্রদানের আশ্বাস দেন। এসময় পিআইও সোহাগ খান, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুস সাত্তার সরদার, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডাক্তার ইসহাক আলী, মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম, অফিস সহকারি আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।