সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই শাহজামাল অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ আশাশুনি দক্ষিণপাড়ার আবুল কাশেমের পুত্র বকুল ইসলাম বাবুকে বুধহাটা বাজার হতে হাতেনাতে গ্রেফতার কারেন। এব্যাপারে থানায় ২৫(০১)২০ মামলা রুজু করা হয়েছে। এএসআই মিলন হোসেন পৃথক অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ দেবহাটার নাংলা গ্রামের শাহজাহান সরদারের পুত্র শামিম হোসেন ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মাগরিব গাজীর পুত্র আবু সাঈদকে বসুখালী থেকে হাতেনাতে গ্রেফতার কারেন। এব্যাপারে ২৬(০১)২০২০ নং মামলা রুজু করা হয়েছে। এএসআই কবির হোসেন সিআর-১০২/১৯ এর আসামী প্রতাপনগর গ্রামের মানদার শেখের পুত্র নাসির শেখকে গ্রেফতার কারেন।