আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সাধারন সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান প্রমুখ আলোচনা রাখেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের অংশ গ্রহণে সভায় জনসচেতনতা সৃষ্টিমূলক আলোচনা করা হয়।