আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানোর অপরাধে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তিনি দরগাহপুর ইউনিয়নের রামনগর গ্রামের আনন্দ মন্ডল এর ছেলে পরিতোষ মন্ডলকে অবৈধভাবে ইটের পাঁজা পোড়ানোর অপরাধে ৫০০০ টাকা জরিমানা করেন। এছাড়াও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে সড়কের বিভিন্নস্থান থেকে ৪ ব্যক্তিকে সর্বমোট ৭০০ টাকা জরিমানা করেন। এসময় জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে, অফিস সহকারি মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়ান এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।