আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশন এ আদালত পরিচালনা করে, ওজন ও পরিমান কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ২০১৮ এর ২৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধহাটা বাজারের ইছামতি ফুয়েল পাম্পকে একই আইনের ২৯, ৪৬, ৩৩২/১ ও ৪৮ থারায় ৫ হাজার টাকা এবং বুধহাটা বাজারের আলম ট্রেডার্সকে একই আইনের ২৫ ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই এর ইন্সপেক্টর ও পুলিশ সদস্য তার সাথে ছিলেন।