আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে মামলা ও ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এর নির্দেশনা মোতাবেক আশাশুনিতে গণপরিবহনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনাকালে জোড়দিয়া গ্রামের আঃ রশিদেও ছেলে মোটর সাইকেল চালক তাহের উদ্দিনকে ২০০ টাকা জরিমানা করা করেন। একই সাথে কয়েকটি গণ পরিবহনেও মোবাইল পরিচালনা করে স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলতে সতর্ক করা করা হয়।
অপরদিকে, উপজেলার কুল্যা ইউনিয়নে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে গুনাকরকাটিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নদীর চর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মেশিন মালিক চাপড়া গ্রামের সাইদুর রহমানের পুত্র মজনুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।