নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: বিশ্বজুড়ে মহামরী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে ২টি মামলায় সর্বমোট ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে ১১টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় আশাশুনি বাজার থেকে মৌজাদুল, পিন্টু ও প্রশান্তকে ৮০০ টাকা, বেউলা এলাকার সানু ও তন্ময়কে ৫০০ টাকা জরিমান করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট/শপিংমল সমূহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি মেনে খোলা রাখা যাবে বলে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত সহকারি মোস্তাফিজুর রহমান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।