আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে উপজেলার দরগাহপুর ইউনিয়নের কালাবাগি বাজারের সালাউদ্দিন গাজীকে ৩ হাজার টাকা ও আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক ব্যবহার না করায় সাগর ও সাকিবকে ২০০ টাকা, আজহারুল ও পিন্টু ইসলামকে ৩০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।