
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনিতে উপজেলার সকল ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে টিসি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০.৩০ টায় জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগ আশাশুনি আলিম মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পেশাজীবি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ আতাউর রহমান। সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাওঃ আবু বক্কর ছিদ্দীক, উপদেষ্টা ও উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সংগঠনের জেলা সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।