
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বড়দলে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়ন জামায়াত এ কর্মশালার আয়োজন করে।
ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারী সেকেন্দার আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান।

