সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে “বৈদেশিক কর্মসর্ংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ও ডিইএমও সাতক্ষীরার সহকারী পরিচালক আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও প্রেসব্রিফিং করেন, ডিইএমও’র সহকারী পরিচালক মোস্তফা জামান ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন টিটিসি সাতক্ষীরার ইন্সট্রাক্টর সহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ভারপ্রাপ্ত ইউএইচএ ডাঃ সউদ বিস খায়রুল আনাম। অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদেরকে ৬টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ভিত্তিক আলোচনা ও সুপারিশ প্রনয়ন পূর্বক উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সংগঠন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাবৃন্দ অংশ নেন।