প্রেস বিজ্ঞপ্তি: ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালীতে ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কারে খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজির উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ'র পক্ষে অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২০) সকাল ১০টায় দরগাতলাআটি দক্ষিণপাড়াস্থ ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ নির্মানের লক্ষ্যে বালু ক্রয়ের জন্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ'র পক্ষে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মানে নগত অর্থ স্থানীয়দের হাতে তুলে দেন উপাচার্যয়ের জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তফিজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বিতরণ শেষে প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ মুঠোফোনের জানান, সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ ও অসহায় মানুষের জন্য তিন মাসের একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমার এ প্রকল্পের আওতায় থাকবে, ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ সংস্কার ও ওই এলাকার অসহায় মানুষগুলোর জন্য সহযোগিতার হাত বাড়ানো। এছাড়াও স্থানীয় বিত্তবানদেরকে অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সাবেক ছাত্র নেতা ইকবাল হোসেন, সমাজসেবক মোঃ শফিউল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।