আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। বিশেষ অতিথি ছিলেন, ওসি গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী. মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কোদন্ডার আরজিনা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আশাশুনির মর্জিনা খাতুন, সফল জননী চাপড়ার জোহরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী হাড়িভাঙ্গার তাসলিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখা নারী শ্রীকলস গ্রামের রোজিনা পারভীন ময়নাকে সম্মাননা প্রদান করা হয়।