আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে আনন্দঘন পরিবেশে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির খবর প্রকাশ করা হলো।
ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
বুধহাটা দারুল হাদীছ সলাফিয়্যাহ মাদ্রাসাঃ মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার সভাপতি মাষ্টার জি এম হাবিবুর রহমান। প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল কুদ্দুস গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক জি এম ফজলুর রহমান। মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিাতিতে ফল ঘোষণায় দেখা যায় ১ম থেকে ৫ম শ্রেণিতে মোট ১৩ জন এ+, ১৫ জন এ গ্রেডে এবং বাকী শিক্ষার্থীরা এ- ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।