বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, এসআই আবু হানিফ, পিআইও মোঃ সোহাগ খান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, সহকারি প্রোগ্রাম কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন সহ সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।