নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহায়তায় বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আছাদুল ইসলাম, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লাল শাক, ডাটা শাক, করলাসহ বিভিন্ন জাতের সবজীর উন্নত মানের বীজ প্রদান করা হয়।
উল্লেখ্য উপজেলার ১হাজার ২শ' ১৫ জন কৃষককে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচিত করা হয় এবং বাকী ২শ' ৮৫ জনকে জনপ্রতিনিধি ও কর্মকর্তবৃন্দের মাধ্যমে বীজ প্রদান করা হয়।