আশাশুনি প্রতিনিধি: জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোড শেডিং, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, খুন গুম এর প্রতিবাদে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলা সদরের দুর্গাপুর বালির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহযোগিতায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বাএনটির যুগ্ম আহবায়ক ডাঃ শহিদুল আলম। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ এফতেখার আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা যুগ্ম আহবায়ক আলিপুর ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান, পৌর বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কিদ্দুছ ও বিএনপি নেতা শাহরিয়ার জামান।