আশাশুনি প্রতিবেদক: বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ আশাশুনি উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি প্রধান শিক্ষক আঃ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র হালদার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আক্তারুজ্জামান পিন্টু, সহদেব কুমার ও তুষার চন্দ্র।