আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে। বুধবার আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফকির জুয়েল রানা ও নারী কং/৭৩৬ আখি কির্ত্তুনিয়ার সহায়তায় ৫১ বোতল ফেন্সিডিলসহ গোয়ালডাঙ্গা গ্রামের শাহীন সরদারের স্ত্রী লিপি খাতুন (৩৮) কে নিজ বাড়ী থেকে আটক করে।
এ সংক্রান্ত থানায় ১৮(০৭)২০২০ নং একটি মামলা দায়ের করা হয়। আটককৃতকে বৃহস্পতিবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।