আশাশুনি প্রতিনিধি: বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় শ্রীউলা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শেখ মনিরুজ্জামান। সহযোগী রেফারী ছিলেন বিপুল খন, সঞ্জয় কুমার বিশ^াস ও শিমুল হোসাইন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মেহরাব হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দরগাহর্পু ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম প্রমুখ। শনিবার একই মাঠে কুল্যা ইউনিয়ন দল ও খাজরা ইউনিয়ন দল মুখোমুখি হবে।