সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) দ্বিতীয় দিনের খেলায় বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম স্মৃতি সংসদ ফুটবল একাদশ জয়লাভ করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।
বিকাল ৪ টায় বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত খেলায় বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম স্মৃতি সংসদ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বুধহাটা ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আহছানুর রহমান আছু। সহযোগি রেফারী ছিলেন বাবর আলি ও রোকনুজ্জামান লাভলু। ৪র্থ রেফারী ছিলেন আনিছুর রহমান। ধারাভাষ্যে ছিলেন নাজমুল হোসেন ও এস এম আজিজুল হক। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, এসআই বিল্লাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, বুধহাটা ইউপির পানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম খোকন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য সচিব এস কে হাসান, সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, শেখ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।