
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনি অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, জেলা জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি বাজার কমিটির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, আল মাহমুদ টিক্কা, কামরুন নাহার কচি, এনজিও কর্মী আসাদুল ইসলাম, ইমাম মাওঃ বাকী বিল্লাহ, শিক্ষক আবু মুছা, ইয়ুথ ফর সুন্দরবন সহ সভাপতি কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ। সভায় আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিকের দুষণ রোধে গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরা হয়। সাথে সাথে কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

