প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
আশাশুনিতে প্রেসক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনি প্রেস ক্লাবে নতুন সদস্যদের পরিচিতি ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ মিলনায়নতে এ কর্মশালার আয়োজন করা হয়।
আশাশুনি প্রেস ক্লাবের আয়োজনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন। প্রধান আলোচক ছিলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, নতুন সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল ও ইসমাইল হোসেনসহ নতুন ও পুরাতন সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে "গণ মাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন, দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, দৈনিক ইনকিলাব ও দৈনিক পূর্বাঞ্চলের আশাশুনি প্রতিনিধি জি এম মুজিবুর রহমান। ফটো সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, প্রথম আলোর প্রাক্তন ফটো সাংবাদিক ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশ গ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। তৃতীয় পর্বে প্রেস ক্লাবের সাবেক ২ সদস্য মাসুদুর রহমান ও শাহাদৎ হোসেন টিটলকে সরকারি চাকুরী জনিত কারনে এবং গোপাল কুমার মন্ডল জেলা প্রেস ক্লাবে সদস্য হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.