আশাশুনি ব্যুরো: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক (অব:) কালিপদ মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় আশাশুনি সদর কালি মন্দিরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম। সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সমীরণ কুমার বিশ্বাস, গোষ্ঠ বিহারী সরকার, প্রয়াত কালিপদ মন্ডলের ছেলে সুষেণ রায়, কাশিনাথ মন্ডল, গোপাল কুমার মন্ডল, মিলন কুমার মন্ডল, রতন কুমার অধিকারী, প্রভাষক পবিত্র কুমার দাশ প্রমুখ। শুরুতে গীতা থেকে পাঠ করেন স্বপন কুমার বিশ্বাস। বক্তাগণ প্রয়াত অবসর প্রাপ্ত শিক্ষক কালিপদ মন্ডলের শিক্ষকতা জীবনের গৌরবময় দিক ও কীর্তিগাঁথা সামাজিক পরিমন্ডলের বর্ণনা তুলেধরে আলোচনা উপস্থাপন করেন।