আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খরিপ-২ /২০২০-২১ অর্থ বছরে রাজস্ব অর্থায়নের পাট, উফসী আউশ ধানের প্রদর্শণীর বরাদ্দকৃত রাসায়নিক সার এবং গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাট, সবজি বেগুন, জৈব বালাই ব্যবস্থাপনার রাসায়নিক সার ও সেক্স ফেরোমন ফাঁদ, আদা, হলুদ ও ধানের ব্লক প্রদর্শণী এবং জাত প্রদর্শণীর রাসায়নিক সার বিনামুল্যে প্রদর্শণী প্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জীবন ইসলাম, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।