আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ নিয়মিত মামলার সাতজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই জাহাঙ্গীর হোসেন খান, আমিনুল ইসলাম, মিঠুন মন্ডল, মো. নজরুল ইসলাম, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর মামলার আসামী পুরোহিতপুর গ্রামের মৃত শেখ আতিয়ার এর ছেলে আব্দুস সোবহান, একই গ্রামের আলতাফ হোসেন এর ছেলে মান্নান হোসেন, রামনগর গ্রামের ইমান সরদারের ছেলে মো. মনিরুল ও তার ভাই মো. মইনুর সরদারকে তাদের নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন। অপরদিকে বড়দল দক্ষিণপাড়ার শহীদ গাজীর ছেলে সাহেদ আলী (২২), খুলনা জেলার কয়রা থানার আমাদি গ্রামের নুরু সরদারের আলামিন সরদার (২১) ও সাতক্ষীরা সদর থানার রইচপুর গ্রামের আমিন সরদারের ছেলে মো. মতিন সরদার (২১) কে বড়দল এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে নিয়মিত মামলার আসামিরা একটি সিন্ডিকেট চক্র। এই আসামিদেরকে আটক করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বলেন আশাশুনি থানায় অপরাধমূলক কর্মকান্ডের কোন সুযোগ নেই। যে সকল চক্র ইতিপূর্বে সিন্ডিকেটের মাধ্যমে চুরিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এই চক্রকে নির্মূল করা হবে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।