আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ও দুই ওয়ারেন্টের আসামীসহ তিনজন আটক হয়েছে। আকটকৃত শাহিনুরের কাছ থেকে ৪৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে মাদক ও গ্রেফতারি পরোয়ানাসহ থানার নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন । অভিযানে পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিযুষ কান্তি ঘোষের নেতৃত্বে এএসআই রিয়াজ উদ্দীন,শাহাজামাল,কায়সারুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি থানার আলিয়া মাদ্রাসার সামনে থেকে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর সরদারকে আটক করে তার কাছ থেকে ৪৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এএসআই রিয়াজ উদ্দীন বাদী হয়ে ১২/২০২০ মামলা দায়ের করে। অপর দিকে একই দিনে রাতে এএসআই শাহাজামাল সঙ্গীয় ফোর্স নিয়ে সিআর ১১৩/১৯ নং মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী নাছিমাবাদ গ্রামের ঈমান গাজীর পুত্র রবিউল ইসলামকে আটক করে ও এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিআর ২৪৫/১২ নং মামলার গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী প্রতাপনগর গ্রামের মৃত হাজির উদ্দীন মোড়লের পুত্র আব্দুল হাইকে আটক করে। আটককৃত আসামীদের মঙ্গলবার কোট হাজতে প্রেরন করা হয়েছে।