প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
আশাশুনিতে পিতার অভিযোগে মোবাইল কোর্টে ছেলেকে জেল-জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ মাদকদ্রব্য খেয়ে পিতা-মাতাকে অত্যাচারের অভিযোগে মোবাইল কোর্টে ছেলেকে জেল-জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সদরে সরকারি কলেজ রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আশাশুনির মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এর কাছে নিজ ছেলে আশিকুর রহমান (১৯) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানাযায় আশিকুর গাঁজা খেয়ে পিতা-মাতার উপর অত্যাচার করে থাকে। অভিযোগ পেয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বুধবার বিকাল ৪ টার দিকে কলেজ রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ১ পুরি গাঁজাসহ আশিকুরকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টে আশিকুরকে ২ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামীকে থানায় সোপর্দ্ধ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.