
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে প্রতিবন্ধীদের পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক তথা পিতামাতা ও যত্নশীলদের সক্ষমতাবৃদ্ধির জন্য ইতিবাচক অভিভাবকত্বের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে ৩ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহায়তায় আইডিয়ালের আয়োজনে গত ৭ অক্টোবর প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ৩ দিনের প্রশিক্ষণে প্রতিবন্ধীদের পরিচর্চাকারী পিতামাতা ও পরিচর্চাকারী ২৫ জন অংশ গ্রহন করে। প্রশিক্ষণ প্রদান করেন, ম্যাগ ইন সিবিআর প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড় ও ফিল্ড ট্রেইনার আপ্তাবুর জামান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও পজেটিভ প্যারেনটিং সহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।