
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে নিরাপদ পানি সরবরাহ ও স্থায়ীত্বশীল ওয়াশ কার্যক্রম সমূহ আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠাকরণ প্রকল্পের উপজেলা ফেস আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ইপিআরসি’র আয়োজনে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। ইউনিসেফ এর সহযোগিতায় এসময় প্রকল্প সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, ইপিআরসি’র সহকারী নির্বাহী প্রেসিডেন্ট ড. সুফিয়া খানম। ইউনিসেফ’র খুলনা বিভাগের ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, ডিপিএইচই এবং ডাবিøউএসপি এর ফার্মার এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার একেএম ইব্রাহিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইউপি সদস্য গোপাল কুমার মন্ডল, মৌমাছি এনজিও এর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমূখ বক্তব্য রাখেন। ইপিআরসি কর্মকর্তা সোহেল আহমেদ এর সঞ্চালনায় এসময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইউনিসেফ ও ইপিআরসি এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, ইপিআরসি’র এএসইউ প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এহসানুল কবির। ইউনিসেফ এর নিরাপদ পানি সরবরাহ ও স্থায়ীত্বশীল ওয়াশ কার্যক্রম সমূহ আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠাকরণ প্রকল্পটির মাধ্যমে ইপিআরসি আশাশুনি উপজেলার কাদাকাটি, দরগাহপুর, শ্রীউলা, খাজরা ও আনুলিয়া ইউনিয়নে বিগত ৩ বছর কাজ করেছে।