জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় উপজেলা সমন্বয়ক মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোজাফফর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান।