প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে নারী,শিশু ও কিশোরীদের জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ কর্মশালা
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্থানীয় কমিউনিটি স্কিল বার্থ অ্যাটেনডেন্টদের (সিএসবিএ) নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসডিসি CALL (Climate Action at Local Level) Consortium এর আওতায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান Enfants du Monde (EdM) এর সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত Reducing Climate Change Induced Health Hazard of Pregnant Woman, Children and Adolescent Girls (REACH) প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্পের আওতাধীন তিন ইউনিয়নের (আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর) মোট ৬৯ জন সিএসবিএ-কে নিয়ে ইউনিয়নভিত্তিক এ প্রশিক্ষণ চলবে আট দিনব্যাপী (প্রতি ব্যাচে দুই দিন করে) আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে। প্রশিক্ষণ যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সরকারি সিএসবিএদের নিয়ে ১৩–১৪ আগস্ট ২০২৫ তারিখে Training of Trainers (TOT) অনুষ্ঠিত হয়।
টিওটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলক চন্দ্র বিশ্বাস, ইএসডিও রিচ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. লিটন হোসাইন, ফিল্ড অফিসার তারিশা রহমাb ও মো. লুৎফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাইফুল ইসলাম বলেন, “সরকারের সীমিত জনবল দিয়ে স্থানীয় সকল গর্ভবতী মহিলাকে ধাত্রী (সিএসবিএ) সেবা দেওয়া সম্ভব নয়। ইএসডিও–ইডিএম কতৃক বাস্তবায়িত রিচ প্রকল্প স্থানীয় ও সরকারি ধাত্রীদের (সিএসবিএ) একত্রিত করে যে প্রশিক্ষণ দিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের এ প্রশিক্ষণ আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। কারণ এরই মধ্যে ইএসডিও–ইডিএম কতৃক বাস্তবায়িত রিচ প্রকল্প বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দিয়েছে, যা মাঠপর্যায়ের সেবার মান উন্নত করেছে।”
অংশগ্রহণকারী সিএসবিএরা জানান, এই প্রশিক্ষণ তাদের কাজে নতুন দিক নির্দেশনা দেবে এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। এমন অংশগ্রহণমূলক ও আনন্দময় প্রশিক্ষণ আয়োজনের জন্য তারা প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.