
আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে প্রতিপক্ষের রোষানল ও নারীর হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এক ভুক্তভোগি ব্যক্তি। এ ব্যাপারে উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের আমিন উদ্দিনের পুত্র রাহান উদ্দীন খোকা লিখিত আবেদন জমা দিয়েছেন। গত ১১ অক্টোবর লিখিত আবেদন পত্রে ও খোকা জানান, রাহান একজন ঘের ব্যবসায়ী। তিনি সৎ ভাবে জীবন যাপন করে আসছেন।
এলাকার একটি মারামারি ঘটনার প্রেক্ষিতে তার ভাইপো লাকি বিল্লাহ বাদী হয়ে থানায় ২৮ সেপ্টেম্বর জিআর- ২৩৬/২০ (আশাঃ) মামলা রুজু করেন। মামলার ১নং আসামী একই গ্রামের সুন্দর আলির পুত্র রমজান আলি এবং ১৫ নং আসামী তার আপন ভাগ্নি রুবিয়া খাতুন। মামলার আসামী হওয়ায় ক্ষিপ্ত ও প্রতিশোধ স্পৃহা হয়ে তারা খোকা ও তার পরিবারের লোকদেরকে জব্দ করার ষড়যন্ত্র করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৪৫টি মামলার আসামী রমজান আলির ক-ুপ্ররোচনায় তার ভাগ্নি একাধিকবার স্বামী পরিত্যাক্তা রুবিয়াকে দিয়ে ফাঁদ পাতে। ফলে রুবিয়া নারী নির্যাতন, ধর্ষণের মিথ্যা মামলা করবে বলে হুমকী দিয়ে আসছে। খোকার ভাই কলেজ পড়–য়া শুভ, ভাইপো আলামিন, রকিব, জাকারিয়া, সাকিকে ফেসবুক আইডিতে হুমকী দিয়ে আসছে অভিযোগ করে খোকা, রমজান ও রুবিয়ার হাত থেকে রক্ষা পেতে ডিসি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।