কুল্যা প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় নারীদের ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আসমা পারভিনের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিষয়ক উঠান বৈঠকের আয়োজন করে। এলাকার মহিলাদের অংশ গ্রহনে, বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম বৈঠকে অন্যদের মধ্যে আলোচনা রাখেন।