আশাশুনি প্রতিবেদক:আশাশুনি উপজেলা নাগরিক সমাজের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি বাজার চান্নিতে এ সভা অনুুষ্ঠিত হয়।নাগরিক সমাজের সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় নাগরিক সমাজের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, আশাশুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় মানিকখালী ব্রীজ হতে ফেরিঘাট হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত বিকল্প সড়ক নির্মান, সরকারি জলমহল অবৈধ দখল উচ্ছেদ, মৎস্যজীবিদের কার্ড হালনাগাদ করা, পাউবো’র জীর্ণশীর্ণ ও ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ নির্মাণ, সরকারি খাল উন্মুক্ত করা, আশাশুনি বাজারে স্বাস্থ্য সম্মত কশাইখানা নির্মান, বাজারের সড়ক দ্রুত নির্মাণ সম্পন্ন করা, মরিচ্চাপ নদী সিএস ম্যাপ অনুযায়ী সীমানা চিহ্নিত করে খনন করাসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধন সফল করতে উপ কমিটি গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।