প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানায় ওসি হিসেবে যোগদান করেছেন শামীম আহমদ খান। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি বাগের হাটের কচুয়া থানায় কর্মরত ছিলেন।
সোমবার সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছলে আশাশুনি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল ওয়াদুদ ও সেকেন্ড অফিসার এস আই আব্দুর রশিদসহ থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওসি শামীম আহমদ খান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শামীম আহমদ খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। যোগদানের পর ওসি শামীম আহমদ খান বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.