প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
আশাশুনি প্রতিবেদক ঃ আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি জনতা ব্যাংক মোড়ে উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিকটিম নৈকাটি গ্রামের মজিদা খাতুন, কেয়ারগাতি গ্রামের মোছাঃ বেগম , পাইথালী গ্রামের কাকলী, বেউলা সাক্লোন শেল্টার এলাকার আছমা খাতুন প্রমুখ । এসময় বক্তারা বলেন, ধর্ষণ মামলার আমামীকে কেন পুলিশ ধরেনা? আমরা তাকে গ্রেফতার ও বিচার চাই।তারা গিরগিটির মত রং বদলায়ে থাকে। তার কারনে আমরা বারবার নাজেহাল ও প্রতারিত হচ্ছি। ডিসিআর করে দেওয়ার কথা বলে টাকা নিলেও না ডিসিআর দিয়েছে, না টাকা ফেরৎ দিচ্ছে। বহু মানুষের কাছ থেকে পানির ট্যাংকি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিলেও কেউ ট্যাংকি পায়নি। আমরা তার বিচার চাই।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.