বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) ও ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম এর নির্দেশে শুক্রবার রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা কালে এসআই গাজী নুর নবী, এসআই মিঠুন মন্ডল, এ এস আই সোহেল শেখ, এ এস আই আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামের কিশোর কুমার সরকারের ছেলে নিখিল সরকার (৩০)কে ১০০ গ্রাম গাঁজা ও দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের আবুল হোসেন গোলদারের ছেলে মোঃ আলিম হোসেন (১৯)কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া অরেন্টের আসামী শ্রীউলা ইউনিয়নের আব্দুল জব্বার মোল্যার ছেলে মোঃ আরিফুল ইসলাম (৪০) ও কাটাকাটি ইউনিয়নের খলিল সরদারের ছেলে মোমিন সরদার (৩৫)কে গ্রেফতার করেন। আটককৃত আসামীদের শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।