সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার দরগাহপুরে দশম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে। নিহত কনক রায় খরিয়াটি গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়েল দশম শ্রেণির মেধাবী ছাত্র। নিহত পরিবার সূত্রে জানাগেছে, বাড়ীতে কেউ না থাকার সুবাদে নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কনক রায়। নিহত কনকের দাদী ঘরে গিয়ে কনকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা দেখতে পেয়ে তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা ছুটে গিয়ে ঝুলান্ত অবস্থায় থাকা লাশটি মাটিতে নামায়। জানতে পেরে আশাশুনি থানার এস আই পীযূষ কান্তি ঘোষ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে নিহত কনক রায়ের আত্মহত্যার কারণ জানাযায়নি।