আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটা ইউনিয়নে চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে এ বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার উদ্যোগে আশাশুনি বুধহাটা সড়কের চিলেডাঙ্গা যাত্রী ছাউনির কাছ থেকে চিলেডাঙ্গা গ্রাম পর্যন্ত পাকা সড়কের দু’পাশে তালের বীজ রোপন কর্যক্রম হাতে নেওয়া হয়েছে। ৫ শতাধিক তালের বীজ রোপনের লক্ষ্য নির্ধারণ করে উদ্বোধনী দিনে ২শতাধিক তাল বীজ রোপন করা হয়। নিজে হাতে বীজ রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, স্কাউটস আশাশুনির কমিশনার প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক ড. আবুল হাসান, কোষাধ্যক্ষ জুলহাস উদ্দিন, স্কাউটস শিক্ষক সেলিনা আক্তার, প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।