প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার কাকবাসিয়া মৎস্য সেটে আনুলিয়া ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে জন দরদি হিসাবে সুপরিচিত আলহাজ্ব প্রফেসর ডাঃ শহিদুল আলমকে ধানের শীষ প্রতীক পাওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়। আনুলিয়া ইউনিয়ন সার্স কমিটির সদস্য মুছা ঢালীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক জুলফিকর আলী জুলি। সমাবেশে অন্যদের মধ্যে মেম্বার মোক্তার আলী, সার্স কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, শাহিনুর ঢালী, আবির হোসেন, উপজেলা ছাত্র দলের অসীম আকরাম, উপজেলা মৎস্যজীবি দলের সহ সভাপতি আঃ লতিফ, বিএপির ওয়ার্ড সাধারণ সম্পাদক এবাদুল গাজী, ওয়ার্ড সেক্রেটারী হাফিজুল ইসলাম, এছমাইল হোসেন, কেনা ও রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দাবী আদায়ের লক্ষ্যে টায়ার জালিয়ে প্রতিবাদ জানান হয় এবং বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.