প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনের জন্য জায়গা নির্ধারন করা হয়। পরে অতিথিবর্গ প্রতাপনগর ইউনিয়ন পরিষদে গমন করেন এবং মতবিনিময় করেন। এছাড়া প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা, এপিএস কলেজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়েতের নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ্ৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.