প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
আশাশুনিতে চোরাই মূর্তি উদ্ধার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা ঃ আশাশুনি থানা পুলিশ মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি চুরির এক সপ্তাহের মধ্যে উদ্ধার করেছে। রবিবার (৪ জানুয়ারী) সকালে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আঃ রহিম মূর্তিটি উদ্ধার করেন।
গত ২৯ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিবকালী রাধা মন্দির হতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়ে গিয়েছিল। এদিন থানায় মামলা (নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়। থানা সূত্রে জানাগেছে, বুধহাটা গ্রামস্থ নিত্য ঘোষ এর বাড়ীর পারিবারিক শিব মন্দির প্রাঙ্গনে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) এর উপস্থাপন কৃত তথ্য মতে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি তারা তাদের মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে বলে জানায়।
Copyright © 2026 দৈনিক সাতনদী. All rights reserved.