
আশাশুনি ব্যুরো : আশাশুনিতে চিংড়ী মাছে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে পুশকৃত মাছ জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং তাকে সহযোগিতা করেন ডিজিএফআই এর সদস্য বৃন্দ। উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামে চিংড়িতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনের দায়ে দুই ব্যক্তিকে ৪৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।